ডেস্ক রিপোর্ট:
ভারতের ছত্তিশগড়ে আবারো হামলা চালিয়েছে মাওবাদীরা। শনিবার ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন পাঁচজন নিরাপত্তা রক্ষী। আরো কমপক্ষে ১২ জনের গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদী নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। কতজন মারা গিয়েছেন তা এখনো স্পষ্ট নয়।
ছত্তিশগড়ে ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, মাওবাদী দমন অভিযানের সময় এদিন তারেম এলাকায় যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সিআরপিএফের কোবরা বাহিনীর জওয়ান এবং রিজার্ভ পুলিশ গার্ড ও স্পেশ্যাল টাস্ক ফোর্স এই অভিযানে ছিল। এনকাউন্টারে পাঁচজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনীর দুটি এমআই ১৭ হেলিকপ্টার ও ন’টি অ্যাম্বুল্যান্স।
দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে মাওবাদীদের দৌরাত্ম্য চরমে। তাদেরকে নিয়ন্ত্রণ করতে সরকারী বাহিনী প্রায়ই অভিযান চালায়।
দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন রিজার্ভ গার্ডের কর্মী নিহত হন। তারপর ফের ভয়াবহ এনকাউন্টারে নিহত হলেন পাঁচজন নিরাপত্তা রক্ষী।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস