‘মাহবুব তালুকদারের পদত্যাগে লাভ নেই : সুস্ঠু নির্বাচন নির্ভর করে সরকারের ওপর’

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২১
0

বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মাহমুদুর রহহমান মান্না বলেছেন , নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার পদত্যাগ করলেই দেশের ভালো হয়ে যাবে না। তবে পদত্যাগ করলে ভবিষ্যতের জন্য একটা ভালো উদাহরণ হয়ে থাকতে পারে।” আজ সন্ধ্যায় অনলাইন পোর্টাল দেশ জনতা ডটকমকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, পদত্যাগ না করে নির্বাচন কমিশনের মূল জায়গায় থেকে বরং প্রতিবাদ করা যায়। দেশের মানুষ জানতে পারে ,বুঝতে পারবে সত্য-মিথ্যা। ‘

নির্বাচন সুষ্ঠু হবে —কি হবে না সেটা নির্ভর করে সরকারের ওপর। সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব পালন না করার কারনটাও সরকারের প্রতি আজ্ঞাবহতার। সেসব অভিযোগেও বর্তমান নির্বাচন কমিশন আরও বড়ভাবে অভিযুক্ত।
” তবে হ্যা নির্বাচন কমিশনে থেকে পদত্যাগ করলে যদি কমিশনের নৈতিক অবক্ষয়টা কিছুটা দূর করা যায় তাহলে সেই পদত্যাগকে সাধুবাদ জানাই।