মিরকাদিম পৌর মেয়র আবদুস সালামের বাসায় বিস্ফোরণ, দগ্ধ ১২

আপডেট: এপ্রিল ৭, ২০২১
0

মুন্সিগঞ্জের মিরকাদিমে পৌর মেয়র, কাউন্সিলরসহ আগুনে পুড়ে কমপক্ষে১২ জন আহত হয়েছেন। তাঁদের ১২জনকেই গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিরকাদিম পৌর মেয়র আবদুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দুর্বৃত্তদের নিক্ষেপ করা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, গ্যাসের লিকেজ থেকেও তা হতে পারে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালাম (৫৫), তাঁর স্ত্রী কানন বেগম (৪০), প্যানেল মেয়র রহিম বাদশা (৪৫) ও আওলাদ হোসেন (৪২), তাজুল ইসলাম (২৫), মাইনুদ্দিন (৪৪), মোশারফ হোসেন (৪২), শ্যামল দাস (৪৫), পান্না মিয়া (৫০), কালু মিয়া (৪০), ইদ্রিস আলী (৫০), মো. সোহেল (৫২) ও দ্বীন ইসলাম (৪০)।

তাঁদের মধ্যে কানন বেগম, রহিম বাদশা, আওলাদ হোসেন, তাজুল ইসলাম, মাইনুদ্দিন, মোশারফ হোসেন, শ্যামল দাস, পান্না মিয়া, কালু মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, রাত আটটার দিকে হঠাৎ পৌর মেয়রের বাড়ি থেকে মানুষের চিৎকার শোনেন তাঁরা। আশপাশের লোকজন ছুটে এসে সেই বাড়িতে আগুন দেখতে পান। আহত পৌর প্যানেল মেয়র আওলাদ হোসেনের চাচাতো ভাই সেন্টু মিয়া বলেন, রাত আটটার দিকে পৌরসভার সব কাউন্সিলর ও স্টাফ নিয়ে নিজ বাসভবনে সভায় বসেন পৌর মেয়র আবদুস সালাম।

সেখানে বিগত সময়ের বিভিন্ন কাজের ফাইলপত্র নিয়ে কথা বলছিলেন মেয়র ও কাউন্সিলররা। সভার একপর্যায়ে বোমার বিকট শব্দে মেয়রের বাসভবনে আগুন জ্বলে ওঠে। এতে মিরকাদিম পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, মেয়রের স্ত্রীসহ ১৫ থেকে ১৬ জন আগুনে পুড়ে আহত হয়েছেন।