মির্জাপুরে বিএনপি নেতা নয়া চেয়ারম্যানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট: মার্চ ৬, ২০২১
0

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরহুম তারিকুল ইসলাম নয়া’র স্মরণে উপজেলার লতিফপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজ শনিবার (৬ মার্চ) বিকালে লতিফপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লতিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজালুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের, মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার সালাউদ্দিন আরিফ, যুগ্ম-সম্পাদক আলী এজাজ খান চৌধুরী রুবেল, যুগ্ম-সম্পাদক আনোয়ার পারভেজ শাহআলমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লতিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবিব এর দোয়া পরিচালনা করেন- টাঙ্গাইল জেলা উলামা দলের আহŸায়ক আব্দুল্লাহ আল-মামুন সিদ্দিকী।
এর আগে গত ২ ফেব্রæয়ারি তারিকুল ইসলাম নয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন।