মিয়া গোলাম পরওয়ারের পিতার ইন্তেকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক প্রকাশ

আপডেট: অক্টোবর ১৭, ২০২১
0

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের শ্রদ্ধেয় পিতা মিয়া আব্দুল হামিদের (৯০) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান

। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, জনাব মিয়া আব্দুল হামিদের ইন্তিকালে আমরা একজন ইসলামী শ্রম আন্দোলনের নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালাম।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।

নেতৃবৃন্দ বলেন, মরহুম মিয়া আব্দুল হামিদ ছিলেন ইসলাম ও ইসলামী আন্দোলনের সময়ের সাহসী সৈনিক। যিনি নিজে ইসলামী আন্দোলনে ছিলেন অগ্রগামী। প্রতিটি সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করতে ছিলেন দৃঢ় প্রত্যয়ী। পিতা হিসেবে তিনি ইসলামী আন্দোলনে অন্যন্য নজির স্থাপন করেছেন। তার এই ভূমিকা দেশের শ্রমজীবীসহ সর্বস্তরের জনতা শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ করবে। তার জেষ্ঠ পুত্র মিয়া গোলাম পরওয়ার দেশের শ্রমজীবী মানুষের প্রিয় মুখ। সত্য ও সাহসের পথে চলতে গিয়ে যিনি আজ কারান্তরীন। আমরা তার আশু মুক্তি কামনা করছি। একই সাথে দ্বীনকে বিজয়ী করতে মরহুম মিয়া আব্দুল হামিদের সকল তৎপরতা আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুন। আমীন।
উল্লেখ্য মরহুম মিয়া আব্দুল হামিদ আজ দুপুর ১ টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নেত্রকোনা জেলার শ্রমিক নেতা নুরুল হকের ইন্তেকালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের গভীর শোক প্রকাশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা নুরুল হক তালুকদারের (৬২) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ ইসলামী শ্রম আন্দোলনে মরহুমের অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী ও আত্মীয়স্বজনকে ধৈর্য ধরার শক্তি দান করার জন্য দোয়া করেন।

নেতৃবৃন্দ বলেন, মরহুম নুরুল হক তালুকদার ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের অগ্রসেনানী ছিলেন। তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে আজীবন সম্পৃক্ত রেখেছেন। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা ছিলেন সোচ্চার। আল্লাহ রাব্বুল আলামীন মরহুমের ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের প্রচেষ্টা কবুল করুন।
উল্লেখ্য মরহুম আব্দুল হক তালুকদার গতকাল (শনিবার) সন্ধ্যা ৭ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা আজ সকাল ৮ টায় মরহুমের গ্রামের বাড়ি ডেমরা বড় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে ডেমরা কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাযায় উপস্থিত ছিলেন ফেডারেশনের নেত্রকোনা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা এনামুল হক, উপদেষ্টা সিদ্দিকুর রহমান, ফেডারেশনের জেলা সভাপতি এহসানুল হক ভূঁইয়া হিরু, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

মরহুম আব্দুল হকের ইন্তেকালে এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও মোমেনশাহী অঞ্চলের পরিচালক নুরুল আমিন এবং অঞ্চল সহ-পরিচালক মির্জা আব্দুল মাজেদ।