‘সারাদিনে দেশে ৯০টি করে ধর্ষণ হচ্ছে। রুখতে প্রয়োজন কড়া আইনের।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এবিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্ষণের মামলার ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে দ্রুত বিচার করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক– প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বিষয়টি সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গোটা দেশে ধর্ষণ বাড়ছে। প্রতিদিন ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে থাকে।
এই জঘন্য অপরাধকে নির্মূল করা আমাদের সকলেই কর্তব্য। যাতে নারীরা নিজেদের নিরাপদ মনে করেন। কেন্দ্রের তরফে কঠোর আইন প্রণয়ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। প্রস্তাবিত আইনে এই ধরনের মামলার দ্রুত শুনানির জন্য পর্যাপ্ত সংখ্যায় ফার্স্ট ট্র্যাক ও স্পেশাল কোর্ট তৈরির বিষয়টি বিবেচনা করা উচিত।১৫ দিনের মধ্যে শুনানি শেষ করতে হবে।’
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে দিকে দিকে আন্দোলনে নামছেন সাধারণ মানুষ, সেলিব্রিটি থেকে বিভিন্ন শ্রেণির নাগরিকরা।