মোদিবিরোধী মিছিল : ছাত্র অধিকারের রোকেয়া কারাগারে

আপডেট: এপ্রিল ৫, ২০২১
0

ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মী রোকেয়া জাবেদ মায়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ এপ্রিল) দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

অপরদিকে রোকেয়ার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে
ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সময় তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক শাহজাহান মিয়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে রোকেয়ার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে
ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবে ডাকসুর সাবেক ভিপি নুরের নেতৃত্বে মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ও হেফাজত ইসলামের হরতালের সমর্থনে সমাবেশ হয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
এ ঘটনায় শাহবাগ থাকায় একটি মামলা করা হয়।