মোদী বাংলা ভাষাকে স্বীকৃতি দেন না অথচ বাংলাদেশে যাচ্ছেন- ভিডিও বার্তায় শিল্পী কবীর সুমন

আপডেট: মার্চ ২৪, ২০২১
0

নরেন্দ্র মোদির সরকার বাংলা ভাষাকে ‘ক্ল্যাসিক্যাল’ ভাষার মর্যাদা দেয়নি উল্লেখ করে প্রবীণ এ গীতিকার, সুরকার বলেন, ‘এই যে বর্তমান ভারত সরকার, সে সরকার কিন্তু বাংলা ভাষাকে ক্ল্যাসিক্যাল ভাষার মর্যাদা দিতে চায়নি, দেয়নি। প্রতিবেশী ওড়িশার ভাষা ক্ল্যাসিক্যাল মর্যাদা পেয়েছে কিন্তু বাংলা পায়নি। মাননীয় বন্ধুরা মনে রাখবেন, যে ব্যক্তিটি যাচ্ছেন নিশ্চয় খুব সম্মানীয়। তিনি কিন্তু তার দল ভারতকে সেক্যুলার দেশ হিসেবে স্বীকার করে না। তারা বাংলা ভাষাকে স্বীকার করে না। তাদের নথিতে রয়েছে বাংলা ভাষায় যারা কথা বলে তারা বাংলাদেশের লোক। অর্থাৎ পশ্চিমবঙ্গে কেউ ভারতের লোক না। এই জায়গা থেকে তারা দেখছেন।’

বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদান ও মোদির বাংলাদেশ সফরে মন্দির পরিদর্শন নিয়ে জরুরি ভিডিও বার্তা দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক, গীতিকার ও অভিনেতা কবীর সুমন। গত সোমবার (২২ মার্চ) নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ৮ মিনিট ২৯ সেকেন্ডর ওই ভিডিওতে তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া নানা তথ্য। পাঠকদের জন্য তার বক্তব্যটি তুলে ধরা হলো-

কবীর সুমন বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ সেক্যুলার। ধর্মান্ধতার রাজনীতি এখানে কোনোদিন হালে পানি পায়নি, পাবেও না। তারা সেটা জানেন, জেনেশুনে তারা এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের স্মরণ নিচ্ছেন। যাতে তিনি ওখান থেকে একটি বক্তৃতা করতে পারেন, যে এখানকার নির্বাচনী শিষ্টাচার মেনে অর্থাৎ এখানে কিছু করা হলো না, অন্য জায়গায় থেকে করা হলো, এখানে মানুষ শুনল। বন্ধুরা, মনে রাখবেন আমি সেই কবীর সুমন যে পশ্চিমবঙ্গকে নিয়ে গান লিখিনি কিন্তু বাংলাদেশ নিয়ে লিখেছি। আমি সেই সম্প্রীতি, সেই ভালোবাসার জায়গা থেকে এই ভিডিও বার্তাটি পাঠাচ্ছি। অনুগ্রহ করে আপনারা ব্যবহৃত হবেন না। পশ্চিমবঙ্গ বাংলাদেশের বন্ধু, এ ব্যাপারে অন্য কোনো বিবেচনা আনবেন না।’

সবশেষ তিনি বলেন, ‘এইটুকু মনে রাখবেন, যে ব্যক্তিটি যাচ্ছেন তার সরকার এবং দল বাংলা ভাষাকে ক্ল্যাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃতি জানাননি। আরো অনেকে ভাষা স্বীকৃতি পেয়েছে কিন্তু বাংলা পায়নি। এটা মনে রেখে কি আপনারা একটি আপত্তি করতে পারেন না? আপনাদের রাষ্ট্র ভাষা বাংলা। এই পয়েন্টকে মনে রেখে অন্তত, পারেন না? বঙ্গবন্ধু কন্যা আপনি পারেন না? আপনার ভাষা, আপনার দেশের ভাষা, বঙ্গবন্ধুর ভাষা, আপনার পরিবারবর্গের ভাষা, আপনাদের সকলের ভাষা, আপনার দেশবাসীর ভাষা, ধ্রুপদী ভাষায় স্বীকৃতি পায়নি।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের সফরে ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালীমন্দিরে যাবেন তিনি। প্রায় ৩০০ বছরের পুরনো এ মন্দিরে পূজা দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।