মোদী বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলায় ২ সাংবাদিকসহ ২৫জন আহত

আপডেট: মার্চ ২৪, ২০২১
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মোদী বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলায় ২সাংবাদিকসহ ২৫জন আহত হয়েছে। আহত দুই সাংবাদিক হলেন, দৈনিক দেশ রুপান্তরের রুবেল রাশিদ ও দৈনিক মানবজমিনের জীবন আহমেদ।
আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে মোদির প্রতীকী কুশপুতুল দাহ করার সময় এই হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা করেছে।

আমাদের কমপক্ষে ২০-২৫ জন ভাই আহত হয়েছেন এবং তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে মঙ্গলবার সকালে মোদির আগমনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে বাধা দেয় ছাত্রলীগ। দাহ করার আগেই মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয় তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভূষিত করা হয় ২০২০ সালের জন্য গান্ধী শান্তি পুরষ্কার উদযাপন করে গতকাল সকাল থেকে ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং মধুর ক্যান্টিনে গিয়েছিলেন।