মোদী যাবেন, আমিই থাকব : মমতা

আপডেট: এপ্রিল ১৮, ২০২১
0
খবর সংগৃহীত

বিজেপি নেতৃত্বকে খোঁচা দিয়ে মমতা বলেন, ‘‘বলে, একশো আসন, পাব, দু’শো আসন পাব। বলো, তুমি ৫০০ আসন পাবে।’

মানুষের প্রয়োজনেই রাজ্যে তাঁর সরকার থাকবে বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘মানুষের মনোভাব বুঝি। ছোট থেকে রাজনীতি করি।’’ তাঁর দাবি, দুই তৃতীয়াংশ আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে তৃণমূল।

ভোট-প্রচারে মোদী-শাহের দলের স্লোগান ‘এ বার বিজেপি’। তার সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির রাজ্য নেতারাও বলছেন, তৃণমূল সরকার এ বার চলে যাবে। এ দিন বর্ধমানের সভা থেকে তা নিয়েই প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বলেন, ‘‘বলছেন, দিদি চলে যাবে। দিদি যাবে না। দিদি থাকবে।’’ তাঁর মন্তব্য, ‘‘তুমি জেনে রেখে দাও মোদীবাবু, আগামী দিনে তুমি যাবে। দিদিকে ‘এক্স’ ( প্রাক্তন) বলার জায়গা নেই। ওটা দিদির স্বেচ্ছামৃত্যু। তোমাকে তো আমরা ‘এক্স’ করবই। বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাব।’’

এ দিন পূর্ব-বর্ধমানের গলসি ও পূর্বস্থলীতে দুটি সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তৃণমূলনেত্রী বলেন, ‘‘সিপিএমের হার্মাদ আর আমাদের কিছু গদ্দার ভেবেছিল, বিজেপিকে ক্ষমতায় আনবে। এত সস্তা? বিজেপি গোল্লা পাবে।’’ তাঁর দাবি, ‘‘আমি সারা বাংলা ঘুরেছি। বিজেপি কোথাও আসছে না। মানুষ বিজেপিকে বিশ্বাস করে না, ভালবাসে না।’’ ভোটের প্রথম দু’টি পর্বের পর থেকেই রাজ্যে ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে একাধিক সভায় দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন সেই