মৌলভীবাজার জেলা জাসদের কর্মী সমাবেশ

আপডেট: মার্চ ১০, ২০২২
0

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জাতির সামনে চারটি গুরুত্বপূর্ণ কাজ ১.সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন করা। ২.বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু সাম্প্রদায়িক-জঙ্গিবাদীদের দমন করা। ৩.জনজীবন বিপর্যস্তকারী দুর্নীতিবাজ, দলবাজ, গুন্ডা, বাজার সিন্ডিকেটের হোতাদের মোকাবেলা-দমন করা। ৪.বৈষম্য-বঞ্চনা দূর করতে সমাজতন্ত্রের চশমা পরে অর্থনীতির পরিকল্পনা পাল্টানো। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকাররা এখনো সক্রিয়।

এরা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মিমাংসীত বিষয়ের ওপর আঘাত করছে। এদের মোকাবেলাও করতে হবে, নির্বাচনও করতে হবে। তিনি বলেন, মীমাংসিত বিষয়ে ঐক্যমত এবং রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকারদের মোকাবেলায় একমত থাকতে হবে। রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকার এই বিপদ-আপদের সমাধান ছাড়া শান্তি আসবে না। তিনি বলেন, শুধু নির্বাচন বা ক্ষমতার রদবদল কোন সমাধান দিবে না। শান্তির রাজনীতি ও উন্নয়নের জন্য রাষ্ট্রের চিরশত্রু দুর্নীতিবাজ-সাম্প্রদায়িকতা-জঙ্গি-রাজাকার তিন বিপদ-আপদের সমাধান করতে হবে। জনাব ইনু বলেন, বিএনপি এখনো জঙ্গি-রাজাকার-সাম্প্রদায়িকতা ও দুর্নীতিবাজ খালেদা-তারেকের জন্য ওকালতি করে যাচ্ছে। নির্বাচন-গণতন্ত্রকে ঢাল হিসাবে ব্যবহার করছে শুধুমাত্র জঙ্গি-রাজাকার-সাম্প্রদায়িকতা ও দুর্নীতিবাজ খালেদা-তারেককে রক্ষা করার জন্য। তিনি বলেন, জনজীবনের সমস্যাÑদ্রব্যমূল্যের উর্ধগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসণ করতে হবে। জনাব হাসানুল হক ইনু এমপি আজ ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার, বিকাল ৫ টায় মৌলভীবাজার জেলা পরিষদ মিলনায়তনে মৌলভীবাজার জেলা জাসদ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এবং জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক। বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মুছাবিবর, যুক্তরাজ্য জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. হারুন-অর-রশীদ, মৌলবীবাজার জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এড. বদরুল হোসেন ইকবাল, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক আলমগীর আলম সাহান, বাজনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল জাসদের সভাপতি হাজী এনামুল কবির, যুক্তরাষ্ট্র জাসদের সহ-সভাপতি সাহান খান, মৌলভীবাজার জেলা জাসদের দফতর সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, মৌলভীবাজার যুব জোটের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জাতীয় যুব জোটের সহ-সম্পাদক বাবু সমির কান্তি দেব সুজিত প্রমূখ।