ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৫ জন নিহত

আপডেট: আগস্ট ১৫, ২০২১
0

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এত আহত হয়েছেন আরও ১৪ জন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ময়মনসিংহের হালুঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ইমাম পরিবহনের একটি বাস নুরুর দোকান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

হুমায়ুন আহমেদ সৃজন
ময়মনসিংহ।