ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন ,’যুক্তরাজ্যে অগ্রাধিকার ভিত্তিতে (জিএসপি) সুবিধা পাচ্ছে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্রিটিশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় ব্রিটেন। বাংলাদেশে কমপক্ষে নয়টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চালানোর আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ এই হাইকমিশনার। আমলাতান্ত্রিক ও পদ্ধতিগত জটিলতা এখনো বিদেশী বিনিয়োগকারীদের জন্য বড় বাধা বলেও জানান তিনি।’
বাংলাদেশের গার্মেন্টস মালিকদের বহু দিনের কাঙ্খিত চাহিদা জিএসপি সুবিধা নিয়ে সংবাদ সম্মেলনে রবার্ট ডিকসন জানান, দুই ধাপে তিন বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে।’