যুক্তরাষ্ট্রর যুদ্ধবিরতির প্রস্তাব বিলম্বে ফিলিস্তিনে শিশুদের গণহত্যার কারণ হয়েছে : ইলহাম ওমর

আপডেট: মে ১৮, ২০২১
0

যুক্তরাষ্ট্রর যুদ্ধবিরতির প্রস্তাব বিলম্বে ফিলিস্তিনে শিশুদের গণহত্যার কারণ হয়েছে বলে টুইটে মন্তব্য করেছেন ইলহাম ওমর। মার্কিন কংগ্রেস ওম্যান ইলহান ওমর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রতি সমর্থন প্রকাশ করতে বিলম্ব করার ফলে শিশুদের গণহত্যা ও জীবনের ধ্বংসযজ্ঞের কারণ হয়েছে।

জো বাইডেন যুদ্ধবিরতি সমর্থন করেন মর্মে ফোন করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানানোর পর এক টুইটে ইলহাম এ মন্তব্য করেন।গাজায় ১০ মে থেকে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৬১ শিশু নিহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

ইসরাইলি হামলায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ইসলামিক জিহাদ গ্রুপের কমান্ডার হুসাম আবু হারবিদ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গ্রুপটি এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

হুসাম আবু হারবিদ ছিলেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) নর্দার্ন ডিভিশনের কমান্ডার। সোমবার বিকেলে এক হামলায় তাকে হত্যা করা হয় হবে ইসরাইলি বিমান বাহিনী দাবি করেছে।