যুক্তরাষ্ট্রে একটি বাংলাদেশী পরিবারের ৬ লাশ উদ্ধার

আপডেট: এপ্রিল ৬, ২০২১
0
ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের উপকণ্ঠের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ।

এগুলো হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা আত্মহত্যা এবং হত্যা দু’টিই আছে।

পুলিশ বলছে, পরিবারের ২ সদস্য প্রথমে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই সাথে পরিবারের অন্য সদস্যদেরও হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনাটি ঘটতে পারে।

সোমবার ভোরে ফোন কল পেয়ে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে।

অ্যালেন পুলিশ বিভাগ সূত্রে যুক্তরাষ্ট্রের এনবিসি মিডিয়া গ্রুপের টেলিভিশন কেক্সান জানিয়েছে, সোমবার ভোরে অ্যালেনের পিন বাফ ড্রাইভের ১৫০০ ব্লক থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানিয়েছে, মৃত ব্যক্তিদের বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের মধ্যে দাদা, বাবা-মা ও তিন সন্তান রয়েছে।

পুলিশ ধারণা করছে, সন্তানদের তরুণ বয়সী দুজন একসাথে আত্মহত্যার করার এবং পরিবারের অন্যদেরও ‘তাদের সাথে নিয়ে যাওয়ার’ সিদ্ধান্ত থেকে এমন ঘটনা ঘটেছে।

এ মৃত্যুগুলোর সময় পুলিশ নিশ্চিত হতে পারেনি, তবে তারা যে বাংলাদেশ থেকে সেখানে যাওয়া তা নিশ্চিত হয়েছে।

বিবিসি জানিয়েছে, পুলিশ বলছে, পরিবারটির দুজন সদস্য, যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই, তারা তাদের বাবা, মা, বোন ও নানীকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে।

পুলিশের বক্তব্য, এই দুই ভাই বিষণ্ণতায় আক্রান্ত ছিলো বলে ঘটনার আগে লেখা ফেসবুক নোটে উল্লেখ করেছে।

দুই ভাইয়ের মধ্যে ছোটো ছেলেটি দীর্ঘ ফেসবুক নোটে তাদের বিষণ্ণতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছে।