রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে ঠাকুরগাঁও বিএনপি’র বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৩
0

মো. জুলফিকার আলী শাহ্, ঠাকুরগাঁও ॥

আজ ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারের পদত্যগ, ১০ দফা দাবী আদায় এবং বিদ্যুৎ ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৪ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিশেয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর আলম।

এসময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহ্, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক, আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মো. সৈয়দ আলম, রুহিয়া থানা বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিস প্রমুখ।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এসময় জেলা ও উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারিখ: ০২ জানুয়ারি ২০২৩ খ্রি.
মো. জুলফিকার আলী শাহ্
ঠাকুরগাঁও প্রতিনিধি