রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) সকালে রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ। তিনি জানান, এই ঘটনায় আরও একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের পরিবারেরই কেউ সবাইকে বিষ খাইয়েছে। মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন: মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।
বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিসি শাহ ইফতেখার আহামেদ