রাজাপুরে অনলাইনে নগ্ন ছবি প্রচার, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট: জুলাই ১১, ২০২১
0

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ৯ বছরের শিশুর নগ্ন ছবি মোবাইলে ধারন করে অনলাইনে প্রচার করার অভিযোগে পাওয়া গেছে। এ অভিযোগে শনিবার দিবাগত রাতে ভূক্তভোগী শিশুটির ফুপু বাদী হয়ে শিল্পী বেগম (৩০) নামে এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই অভিযুক্ত শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। শিল্পী বেগম উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত আব্দুর রব জোম্মাদারের মেয়ে।

মামলা সূত্রে জানাগেছে, ভূক্তভোগী শিশুটির বাবা-মা বর্তমানে ইন্ডিয়াতে থাকার কারনে শিশুটি কানুদাসকাঠিতে তার নানা বাড়িতে থাকে। শিল্পীর সাথে শিশুটি পরিবারের সাথে পূর্ব থেকেই বিরোধ চলিয়া আসিতে ছিল। গত শনিবার (১০ জুলাই) সকালে ভূক্তভোগী শিশুটিকে একা পেয়ে শিল্পী বেগমের তার নগ্ন ছবি মোবাইলে ধারন করে অনলাইলে ছড়িয়ে দেয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক নারীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

ভূক্তভোগী শিশুটির পরিচয়ঃ-
নাম রহিমা আক্তার (৯)
পিতা মো. রমিজ গাজী
সাং কানুদাসকাঠি
থানা- রাজাপুর
জেলা- ঝালকাঠি।

আবু সায়েম আকন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি