রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মৃত ব্যক্তির স্ত্রী দাবী করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে আব্দুল শুক্কুর জমাদ্দার। শনিবার সকাল ১০টার রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করে। আব্দুল শুক্কুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার মৃত আব্দুর রশিদ জমাদ্দারের ছেলে।
সংবাদ সম্মেলনে আব্দুল শুক্কুর জমাদ্দার লিখিত অভিযোগে জানায়, গত ২০১৫ সালে শুক্কুর জমাদ্দারের ছোট ভাই হালিম জমাদ্দার মারা যায়। মারা যাওয়ার পরে উপজেলার পাড় সাতুরিয়া এলাকার মৃত সাইদুর রহমানের মেয়ে ও ১২৪ নং উত্তর তারাবুনিয়া তোফাজ্জেল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমা সুলতানা মৃত হালিম জমাদ্দারের ২য় স্ত্রী দাবী করে তার বাড়িতে উঠে। পরে রুমা তার লোকজনের সহায়তায় শুক্কুর ও তার চার বোনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাড়ি-ঘরসহ জমি দখল করে নেয়। বর্তমানে শুক্কুর ও তার চার বোন এলাকা ছাড়া। এমতাবস্থায় তারা তাদের পৈত্তিক সম্পত্তি দখল মুক্ত করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেনে।
ব্যাপারে অভিযুক্ত রুমা সুলতানা অভিযোগ অস্বীকার করে জানান, তার ১ম স্বামীকে তালাক দিয়ে ২০০৪ সালে হালিম জমাদ্দারকে বিবাহ করেন। সেখানে তার দুইটি ছেলে সন্তানের জন্ম হয়। তার ভাশুর শুক্কুর জমাদ্দার জায়গা জমি সব ভোগ করার জন্য রুমাকে হয়রানির করতে এমটা রটাচ্ছে।
আবু সায়েম আকন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি