রাজাপুরে শের-ই বাংলা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: মার্চ ৯, ২০২২
0

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে শের-ই বাংলা কাপ ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা পরিষষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এর সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলা অগ্রগামী স্পোটিং ক্লাব ২-১ সেটে স্বপ্ন ঘুড়ি সংগঠনকে পরাজিত করে। উল্লেখ্য এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করবেন বলে টুর্নামেন্ট কমিটি নিশ্চিত করেন।
আবু সায়েম আকন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি