রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান যাচ্ছেন পাকিস্তানের শীর্ষ আলেমরা

আপডেট: জুলাই ২৬, ২০২২
0

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা ও দেশটির নিষিদ্ধ সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল।

সোমবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভির অনলাইন (উর্দু) ভার্সনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ওই প্রতিবেদনে বলা হয়, আমিরাতে ইসলামিয়ার আমন্ত্রণে আফগানিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও দেশটির সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানিসহ আরো রয়েছেন, মাওলানা হানিফ জলান্ধরি, মাওলানা মোহাম্মদ তাইয়েব পাঞ্জ পীর, মাওলানা আনওয়ারুল হক ও মুফতি গোলামুর রহমান।

জিও টিভি জানায়, প্রতিনিধি দলটি আমিরাতে ইসলামিয়া ও নিষিদ্ধ সংগঠন তাহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতাদের সাথে সাক্ষাতে মিলিত হবেন। প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আফগানিস্তানের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করার কথা রয়েছে।

সূত্র : জিও টিভি