রায়িসির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উচ্ছ্বাস

আপডেট: জুলাই ১১, ২০২১
0

ইরানের নবনির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাসনামলে ভারতের সঙ্গে ইরানের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভারতকে আমন্ত্রণ জানানোয় জয়শঙ্কর উচ্ছ্বাস প্রকাশ করে তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় তার সাম্প্রতিক ইরান সফর সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকে অবহিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরানপ্রেস। এস. জয়শঙ্কর তেহরানে ইব্রাহিম রায়িসির সঙ্গে তার সাক্ষাৎকে অত্যন্ত ‘হৃদ্যতাপূর্ণ ও ফলপ্রসূ’ হিসেবে বর্ণনা করেন।

এ সম্পর্কে ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এস. জয়শঙ্করের বরাতের বার্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, “রায়িসির শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানানোর ঘটনায় তার শাসনামলে ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক ও সহযোগিতা আরো
শক্তিশালী হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”

ভারত সরকার ইরানের ওই আমন্ত্রণ গ্রহণ করেছে জানিয়ে পত্রিকাটি লিখেছে, রায়িসির শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভারত থেকে কাকে পাঠানো হবে সে ব্যাপারে শিগগিরই মোদি সরকার সিদ্ধান্ত নেবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার একদিনের ইরান সফরে এসে তেহরানে নির্বাচিত-প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন। গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে শতকরা প্রায় ৬২ ভাগ ভোট পেয়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন রায়িসি। আগামী মাসের মাঝামাঝি তার শপথ গ্রহণ করার কথা রয়েছে।#