রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর শোক

আপডেট: মার্চ ২০, ২০২১
0

বিএনপির ভাইস চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে এক শোক বার্তায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলেন,

মরহুম রুহুল আলম চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর আর্মাড কোরের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রথম পরিচালক ছিলেন। এর আগে তিনি বিভিন্ন সময় ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার (অপারেশন্স), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, বিডিআর, মায়ানমারে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি একজন নির্লোভ, দেশপ্রেমিক ও নিবেদিত প্রাণ মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন।

ব্যক্তিজীবনে একজন আদর্শবাদী মানুষ হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হন নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন। দেশ ও দলের প্রতি তার অবদানের জন্য বিএনপি চিরদিন তাকে স্বরণ করবে। বর্তমান রাজনৈতিক সংকট ও করোনা মহামারীর মধ্যে তার মৃত্য অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে বিএনপি একজন দক্ষ ও যোগ্য নেতাকে হারালো।

জনাব আমীর খসরু মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।