রোহিঙ্গা শিবিরে অগ্নিকান্ডের তদন্ত দাবী আমীর খসরু মা্হমুদ চৌধুরীর

আপডেট: মার্চ ২৩, ২০২১
0

বিএনপি’র বৈদেশিক যোগাযোগ কমিটি’র চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী রোহিঙ্গা শিবিরে অগ্নিকান্ডে যথাযথ তদন্ত দাবী করে গণমাধ্যমে প্রকাশের জন্য একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি মানবিক কারণে তাদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে যেসকল স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণে এনেছেন এই বিবৃতিতে তিনি তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ১১ লক্ষ রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারের বৈধ নাগরিক। জোর করে তাদেরকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে তাড়িয়ে দেয়া হয়েছে যা একটি ক্ষুদ্র জাতি সত্ত্বাকে নির্মূল করার চরম বহিঃপ্রকাশ।

বাংলাদেশ মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিলেও মিয়ানমারের নাগরিক অধিকারসহ রোহিঙ্গাদের গ্রহণ করতে মিয়ানমারকে বাধ্য করাই এই সমস্যার সমাধান। সংশ্লিষ্ট সকল পক্ষসহ আন্তর্জাতিক মহল কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের উপর সম্মিলিত চাপ প্রয়োগ করার জন্য তিনি আহবান জানান।