লেখক মুশতাকের মৃত্যু : বাম ছাত্রজোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

আপডেট: মার্চ ১, ২০২১
0

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্রজোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের চেষ্টা করছে বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। কিন্তু প্রেসক্লাবের সামনে মিছিলটি আসলে সেখানে বাধা দেয় পুলিশ।

আজ সোমবার বেলা ১২টায় টিএসসি চত্বর থেকে তারা মিছিল সহকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হয়। এসময় তারা নানা স্লোগান দেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে এগুতে থাকে।
প্রেসক।

তাদের বিক্ষোভ ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছে।