শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকীতে কাল নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট: আগস্ট ১৩, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৪ আগস্ট শনিবার বিকেল ৪-১৫ মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় অনুষ্ঠিতব্য দোয়া ও মিলাদ মাহফিলে যথাসময়ে শরীক হওয়ার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।