জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় বাংলা একাডেমির সভাপতি, সাবেক মহাপরিচালক, দেশের বিশিষ্ট শিল্প-সাহিত্য-সংস্কৃতি গবেষক, একুশে পদকপ্রাপ্ত লেখক শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে গবেষনায় মূল্যবান অবদান রাখার জন্য শামসুজ্জামান খান চিরস্মরণীয় হয়ে থাকবেন।