শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতেঃ গাজীপুরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকদের মানববন্ধন

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২২
0

গাজীপুর প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সচেতন অভিভাবক ও শিক্ষকদের শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকালে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ১৮২টি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ কয়েক হাজার মানুষ তিন কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে গত ২০২০ ও ২০২১ সনে ১৮ মাস ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে সারাদেশে বাল্য বিবাহের সংখ্যা মাত্রাতিরিক্তভাবে বাড়ছে। অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্যে শিক্ষার্থীদের হাতে স্মার্ট ফোন তুলে দিতে হয়েছে অভিভাবকদের। শিক্ষকদের সাথে কিংবা লেখাপড়ায় সম্পৃক্ত হওয়ার বদলে শিক্ষার্থীরা ভার্চুয়াল মাদক পাবজি গেমস ও ফ্রি ফায়ার গেমসসহ ইন্টারনেটের ক্ষতিকর এপস গুলোতে আসক্ত হচ্ছে। শিশু কিশোরদের মধ্যে মা-বাবা পরিবার পরিজনদের প্রতি মমত্ববোধের পরিবর্তে অসহিষ্ণু ও উগ্র আচরণ পরিলক্ষিত হচ্ছে।

এসময়
বক্তব্য রাখেন অভিভাবক মো : শহীদুল ইসলাম মন্ডল, শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ মিঠু, মোহাম্মদ হান্নান সরকার, আব্দুস সামাদ, ইরান শাহ রাব্বানী, আমির হোসাইন প্রমুখ।
বক্তব্যে অভিভাবকরা বলেন, স্কুল বন্ধ থাকার ফলে কিশোর কিশোরিরা পর্ণোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে বাস্তব যোগাযোগ বন্ধ থাকার কারণে মেধাশূন্য প্রজন্ম তৈরি হচ্ছে। কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে ভয়ংকর অপরাধী হিসেবে বেড়ে উঠছে বিপুল সংখ্যক কিশোর শিক্ষার্থী। শিক্ষকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। বক্তারা স্বাস্থ্যবিধি মেনে অতিসত্ত্বর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্যে দাবি জানান।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর
০৭/০২/২০২২ইং