দেশ জনতা ডটকমের নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ডা জাকারিয়া চৌধুরীর আজ ৬ মার্চ শুভ জন্মদিন। পেশায় চিকিৎসক ও বিপ্লবী এই নেতার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো অনলাইন নিউজ পোর্টাল দেশ জনতা ডটকমের সম্পাদকসহ শুভ্যানুধায়ীরা্।
ডা জাকারিয়া চৌধুরীর বাড়ি কুমিল্লা জেলায়। পেশায় তিনি চিকিৎসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক।
অপরদিকে ডা জাকরিয়া চৌধুরী শুধু নিজ জেলার মাুনষেরই নয়, সারা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের খোজ খবর নিয়ে তাদের পাশে থাকার করছেন।
তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। প্রথম স্কুলিং ক্লাস ফোরে কুমিল্লা মডার্ন স্কুল । এরপর ৫ম শ্রেনী থেকে জিলা স্কুল, ভিক্টোরিয়া কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা।
নিজেকে নিয়ে যতটা ভাবেন তার চেয়ে বেশি ভালোবাসেন দেশকে। তাই তিনি দেশের জন্য কবিতা লেখেন। তেমনি আবার নিজ পরিবারের পরিচয় দিয়ে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন—-
কবি সারাক্ষন অদ্ভুত এক ঘোরে থেকেছে,
প্রেমী’র চলে যাওয়ার বেদনা যখন বুঝেছে,
কবির দু’চোখ তখন নীল জলের ধারায় প্লাবিত।
তারা কিসের রুপে ধাবিত?
আমি এক বদ্ধ উন্মাদ কতবার বলেছি,
তবু ভালোবেসেছ, আমিও প্রান উজাড় করে দিয়েছি।
এ কোন মহাসাগরে ভেসেছ প্রিয়ে?
প্রান উজারি ভাসিয়েছি মোর হিয়ে।
আজীবন খুঁজে ফিরব তোমায়,
জনে জনে জিজ্ঞেসিব-
নাম তার জলের খাসি।
বুকে অবুঝ শিশু চোখের নিচে কালি,
দেখেছো কেউ? দেখেছ কি তার এক চিলতে হাসি?
বাসি, তার চোখে আমি যে বড্ড বাসি,
তবু ভালোবাসি, ভালোবাসি-
আমার প্রানের জলখাসি।
জলের যে নীল রুপ দেখেছি,
তার পরতে পরতে অবিরাম লিখে গেছি জলের কবিতা,
জলখাসি, জলখাসি তোরে প্রানপন ভালোবাসি।