শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না : জয়

আপডেট: আগস্ট ৫, ২০২৪
0
file photo

সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না জানিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমার মনে হয়, তার এখানেই শেষ। আমার পরিবার এবং আমি – আমাদের যথেষ্ট হয়েছে।’

জয় বিবিসিকে বলেন, “তার বয়স সত্তরের ঘরে, তার এত পরিশ্রমের পর একটি ছোট্ট অংশ তার বিরুদ্ধে এমন বিক্ষোভ করলো …তিনি এতে ‘খুবই হতাশ’ হয়েছেন।“

জয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

সজীব ওয়াজেদ জয়, আজকের দিন পর্যন্ত সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

জয় বলেন, ‘রোববার থেকেই পদত্যাগের বিষয়টি বিবেচনা করছিলেন শেখ হাসিনা। এবং পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশত্যাগ করেছেন।’

তার মায়ের ক্ষমতায় থাকার রেকর্ডের সমর্থনে তিনি বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। তিনি যখন ক্ষমতায় আসেন, তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র ছিল। একটা গরীব দেশ ছিল। আজকের দিন পর্যন্ত এটি এশিয়ার অন্যতম রাইজিং টাইগার হিসেবে বিবেচিত হয়। তিনি ভীষণই নিরাশ হয়েছেন।’

বিক্ষোভকারীদের শক্ত হাতে দমন করার অভিযোগ নাকচ করে দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘কেবল গতকালই ১৩ জন পুলিশকে তারা পিটিয়ে মেরেছে। উচ্ছৃঙ্খল মানুষ যখন কাউকে পিটিয়ে মেরে ফেলে, তখন পুলিশের কাছে আপনি কী আশা করেন?’

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর গত কয়েকদিনে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি