শোবিজ অঙ্গনের একাধিক অভিনেতা করোনা আক্রান্ত

আপডেট: এপ্রিল ১, ২০২১
0

আবুল হায়াত, গাজী রাকায়েত ও আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আবুল আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা হায়াত এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, গতকাল রাতে আবুল হায়াতের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।ওই স্ট্যাটাসে বাবার জন্য দোয়া চেয়ে এ পজিটিভ প্লাজমাও চেয়েছেন নাতাশা হায়াত।

এদিকে, ৩১ মার্চ খ্যাতিমান অভিনেতা, নির্মাতা সংগঠক গাজী রাকায়েতের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে অনলাইনকে জানিয়েছেন। গাজী রাকায়েত বলেন, তার হালকা কাশি ছাড়া অন্য লক্ষণ নেই।