নিজস্ব প্রতিবেদক:
সচিব পদে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আজ এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে।
এছাড়া ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মো. মোকাব্বির হোসেন সুরক্ষা সেবা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন। সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান এর চাকরির বয়স শেষে গতকাল ৩ এপ্রিল থেকে পিআরএল শুরু হয়েছে।