গাজীপুরে স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
গাজীপুর সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর যুব ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এস এম সানাউল্লাহ বলেছেন, কাঙ্খিত সমাজ বিপ্লবে যুব সমাজকেই মুখ্য ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমরা সঠিক ভূমিকা পালন করতে না পারায় আজকে যুব সমাজের একটি বড় অংশ মাদকের কালো থাবার শিকার হয়ে অন্ধকারের পথে হারিয়ে গেছে। তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনা আমাদের সকলের কর্তব্য।
স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুর মহানগর যুব ফোরাম আয়োজিত মাসব্যাপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে রোববার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। নগর যুব ফোরাম সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে ও মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানা যুব ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন ভুইয়া ও ব্যবসায়ী নেতা আখতার মাহমুদ ইয়াকুবসহ যুব ফোরামের স্থানীয় নেতৃবৃন্দ। ২২ টি দলের অংশগ্রহণে মাসব্যাপি অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ব্যবসায়ী ফোরাম একাদশ ৩-১ গোলে টঙ্গী পশ্চিম থানা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি উভয়দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তাদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং অন্যান্য পুরস্কার তুলে দেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।
১১/০৪/২০২১ ইং