সরকারের অব্যবস্থাপনায় শত শত মানুষের জীবন ঝরে যাচ্ছে–ডা. জাফরুল্লাহ

আপডেট: জুলাই ৯, ২০২১
0
file photo

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এক যুক্ত বিবৃতিতে নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুডস ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডর ৫২ জন শ্রমিক-কর্মচারীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে নেতৃত্বদয় বলেন, মর্মান্তিক এই অগ্নিকান্ড ও মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে ব্যথিত ও শোকাহত। হৃদয়বিদারক এই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অতীতে বহুবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে এস ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি, বিচারও হয়নি। সুষ্ঠু তদন্তের জন্য আমরা বহুবার বলেছি। কিন্তু সরকার আমলে নেয়নি। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের জন্য আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর কথাও বলেছি। সেসবও আমলে নেয়া হয়নি।

বিবৃতিতে আরো বলেন, সরকার এসব অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন ব্যতিত অন্য কোন জোরালো ভূমিকা নিচ্ছে না। এভাবে সরকারের অব্যবস্থাপনায় শত শত মানুষের জীবন ঝরে যাচ্ছে এবং বহু মানুষ পুঙ্গুত্ব নিয়ে নিদারুন কষ্টে জীবন কাটাচ্ছে।

নেতৃবৃন্দ এধরনের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কাল বিলম্ব না করে এর অন্তনিহিত কারণ নির্ণয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবী জানান। একই সাথে নিহত ও আহত পরিবারে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং তাদের পূনর্বাসনে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানান।