সরস্বতী প্রবাসী একতা সংঘ সংবর্ধনা দিলো গোলাপগঞ্জ নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২১
0

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র, আমিনুল ইসলাম রাবেল ও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের ৩জন মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত সোমবার রাত ৮টায় হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী প্রবাসী একতা সংঘের উদ্যোগে বিশিষ্ট মুরব্বি সিদ্দেক আলীর সভাপতিত্বে ও প্রদান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।

গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য কাওছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জবান আলী, এম ফজলুল আলম, রুহিন আহমদ খান, হেলালুজ্জামান হেলাল, ফারুক আলী, নজরুল ইসলাম। মহিলা কাউন্সিলর শেফা বেগম, মেহেরুন বেগম, মনোয়ারা ফেরদৌস মনাক্কা ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও সরস্বতী নিজগঞ্জ জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা এনায়েত করিম খোকন,বিশিষ্ট মুরব্বি সামুয়েল আহমদ চৌধুরী, আজমল আলী, মাওলানা ছাদিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি মনোহর আলী, হবিব মিয়া, এলাছ মিয়া, আলকাছ আলী, রহিম উদ্দিন, জমির আলী, নাজিম আহমদ সমসু মিয়া, ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন, জাকারিয়া আহমদ, সোহেল আহমদ, আজিজুল হক লিটন, তাজ উদ্দিন, ফাহাদুল ইসলাম অনিক, আল আমিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের মেয়র, কাউন্সিলরদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।