সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

আপডেট: মে ২১, ২০২১
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০ শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে এর আয়োজন করা হয়।

সৈয়দপুরের সাংবাদিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, স্থানীয় সাপ্তাহিক চিকলী পত্রিকার সম্পাদক ও কামারপুকুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, দৈনিক জনকণ্ঠ ও আনন্দ টিভির সৈয়দপুর প্রতিনিধি এম আর মহসিন।

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলার প্রত্যাহারসহ এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত আমলাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।