সিলেট জেলা- মহানগর, সুনামগঞ্জ মানিকগঞ্জে যুবদলের কমিটি ঘোষণা

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২১
0

সিলেট জেলা ও মহানগরসহ সুনামগঞ্জ মানিকগঞ্জ জেলায় যুবদলের কমিটি ঘোষনা করা হয়েছে। দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় যুবদল জানায় যে , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বিভাগীয় প্রতিনিধি বৃন্দের উপস্থিতিতে সংশ্লিষ্ট জেলা ও মহানগর নেতৃবৃন্দ ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।

সিলেট জেলাঃ ১। কোম্পানীগঞ্জ উপজেলা ঃ আহবায়ক সাজ্জাত হোসেন দুদু, ১ম যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন।

০২। জৈন্তাপুর উপজেলাঃ আহবায়ক বাহারুল আলম বাহার, ১ম যুগ্ম আহবায়ক সোহেল আহমদ

০৩। গোলাপগঞ্জ উপজেলাঃ এড. মামুন আহমেদ রিপন, ১ম যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন

০৪। কানাইঘাট উপজেলাঃ আহবায়ক মোঃ সাজ উদ্দিন সাজু, ১ম যুগ্ম আহবায়ক শফিক আহমদ

০৫। ফেঞ্চগঞ্জ উপজেলাঃ আব্দুল কাদির জিলা, ১ম যুগ্ম আহবায়ক আহমেদ জিলু (চেয়ারম্যান)।

০৬। বালাগঞ্জ উপজেলাঃ আহবায়ক ফয়জুর হক মেম্বার, ১ম যুগ্ম আহবায়ক সেলিম আহমদ।

০৭। গোলাপগঞ্জ পৌরশাখাঃ আহবায়ক এনামুল হক এনাম, ১ম যুগ্ম আহবায়ক নোরান চৌধুরী।

০৮। বিশ্বনাথ উপজেলা ঃ আহবায়ক সুরমান খান , ১ম যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম।

০৯। ওসমানীনগর উপজেলাঃ আহবায়ক ফজল আহমেদ জনি, ১ম যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন।

১০। বিশ্বনাথ পৌরশাখাঃ আহবায়ক শাহ আমির উদ্দিন, ১ম যুগ্ম আহবায়ক শাহজাহান আলী।

১১। জকিগঞ্জ পৌরশাখাঃ আহবায়ক শিব্বির আহমদ রনি, ১ম যুগ্ম আহবায়ক, মনিরুল ইসলাম রাজন।

১২। বিয়ানী বাজার পৌরশাখাঃ আহবায়ক হোসেন আহমদ দোলন, ১ম যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন।

১৩। কানাইঘাট পৌরশাখাঃ আহবায়ক মোঃ রুবেল আহমেদ ১ম যুগ্ম আহবায়ক মামুন রশিদ।

১৪। সিলেট সদর উপজেলাঃ আহবায়ক আবুল হাসনাত, ১ম যুগ্ম আহবায়ক আইনুল হক।

১৫। জকিগঞ্জ উপজেলাঃ আহবায়ক মাসুক আহমদ, ১ম যুগ্ম আহবায়ক মাসুম আহমদ।

১৬। গোয়াইনঘাট উপজেলাঃ এডঃ শাহজাহান, ১ম যুগ্ম আহবায়ক খালেদ আহমদ চেয়ারম্যান।

১৭। বিয়ানীবাজার উপজেলাঃ আহবায়ক আব্দুল করিম তাজুল, ১ম যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাস।

১৮। দক্ষিণ সুরমা উপজেলাঃ আহবায়ক বাবর আহমেদ রনি, ১ম যুগ্ম আহবায়ক মোকসেদুল করিম নুহেল।

সুনামগঞ্জ জেলাঃ

০১। জগন্নাথপুর উপজেলা ঃ আহবায়ক আবুল হাসিম ডালিম, ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন।

০২। জগন্নাথপুর পৌরশাখা ঃ আহবায়ক লিটন মিয়া, ১ম যুগ্ম আহবায়ক শামিম আহমদ।

০৩। জামালগঞ্জ উপজেলা শাখাঃ আহবায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুক মিয়া ও যুগ্ম আহবায়ক আবু লেইস।

০৪। মধ্যনগর উপজেলাঃ আহবায়ক গোলাম ছাইফুল, ১ম যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন সুহেল ও ডাঃ সাইদুর রহমান জিয়া।

০৫। ছাতক উপজেলাঃ আহবায়ক সদরুল আমিন সোহান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ লিজন মিয়া।

০৬। দিরাই পৌরশাখাঃ আহবায়ক মহিউদ্দিন মিলাদ, ১ম যুগ্ম আহবায়ক আল মরিয়াদ ভাস্কর তনয়।

০৭। দিরাই উপজেলা ঃ মইন উদ্দিন চৌধুরী মাসুক, ১ম যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী ও যুগ্ম আহবায়ক জায়েদ আহমদ চৌধুরী।

০৮। ছাতক পৌরশাখা ঃ আহবায়ক খয়ের উদ্দিন, ১ম যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম।

০৯। ধর্মপাশা উপজেলাঃ আহবায়ক শওকত আলী বেপারী, ১ম যুগ্ম আহবায়ক আলমগীর কবির তালুকদার ও যুগ্ম আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন।

১০। বিশ্বম্ভরপুর উপজেলাঃ আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, ১ম যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম।

১১। দোয়ারা বাজার উপজেলাঃ আহবায়ক মাধব রায়, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জামাল উদ্দিন।

১২। তাহিরপুর উপজেলাঃ আহবায়ক মোঃ এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম।

সিলেট মহানগরের ২৭ টি ওয়ার্ড কমিটি অনুমোদিতঃ

০১ । ওয়ার্ড নং – ০১ ঃ আহবায়ক মোঃ জামাল আহমদ, ১ম যুগ্ম আহবায়ক রুম্মন শেখ।

০২ । ওয়ার্ড নং – ০২ ঃ আহবায়ক আদনান আহমদ, ১ম যুগ্ম আহবায়ক রতন আচার্য রবিন।

০৩ । ওয়ার্ড নং – ০৩ ঃ আহবায়ক মোহাম্মদ আলী লাহিন, ১ম যুগ্ম আহবায়ক মোঃ নাদিম হোসেন।

০৪ । ওয়ার্ড নং – ০৪ ঃ আহবায়ক মলিন সিংহ, ১ম যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন।

০৫ । ওয়ার্ড নং- ০৫ ঃ আহবায়ক মইনুল ইসলাম, ১ম যুগ্ম আহবায়ক নাজির আহমদ।

০৬ । ওয়ার্ড নং – ০৬ঃ আহবায়ক সৈয়দ আমিন আহমদ, ১ম যুগ্ম আহবায়ক নাহিয়ান আহমদ রিপন।

০৭। ওয়ার্ড নং – ০৭ঃ আহবায়ক শাহিন আহমদ খোকন, ১ম যুগ্ম আহবায়ক কাওছার হোসেন খান।

০৮। ওয়ার্ড নং – ০৯ঃ আহবায়ক বশির উদ্দিন, ১ম যুগ্ম আহবায়ক সৈয়দ রুমান আহমেদ।

০৯ । ওয়ার্ড নং – ১০ঃ আহবায়ক নিয়ামত এলাহী ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রহিম।

১০। ওয়ার্ড নং – ১১ঃ আহবায়ক খালেদ আহমেদ ১ম যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ।

১১। ওয়ার্ড নং – ১২ঃ আহবায়ক লাহিন আহমেদ ১ম যুগ্ম আহবায়ক বেলাল আহমদ।

১২। ওয়ার্ড নং – ১৩ ঃ আহবায়ক মোঃ মুহিবুল আলম ১ম যুগ্ম আহবায়ক রিপন আহমদ।

১৩। ওয়ার্ড নং- ১৪ ঃ আহবায়ক শাহাদৎ হোসেন, ১ম যুগ্ম আহবায়ক সুরুজ আলী।

১৪। ওয়ার্ড নং – ১৬ ঃ আহবায়ক জুয়েল আহমদ জুবেদ, ১ম যুগ্ম আহবায়ক মোঃ আলাল আহমদ।

১৫। ওয়ার্ড নং – ১৭ ঃ আহবায়ক আব্দুর রকিব, ১ম যুগ্ম আহবায়ক মোঃ মহি উদ্দিন।

১৬। ওয়ার্ড নং – ১৮ ঃ আহবায়ক মোঃ ফজলুল কাদির সিদ্দীকি পারভেজ, ১ম যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ।

১৭। ওয়ার্ড নং – ১৯ঃ আহবায়ক নাদির খান, ১ম যুগ্ম আহবায়ক মোঃ তানভীর আক্তার খান এ্যাডভোকেট।

১৮। ওয়ার্ড নং – ২০ঃ আহবায়ক অসিম কুমার সিংহ, (বাবলু)১ম যুগ্ম আহবায়ক করুণাময় সিংহ।

১৯। ওয়ার্ড নং – ২১ঃ আহবায়ক মোঃ পাপলু, ১ম যুগ্ম আহবায়ক সোহেল মিয়া।

২০।ওয়ার্ড নং – ২২ঃ আহবায়ক রফিকুল ইসলাম, ১ম যুগ্ম আহবায়ক সজরুল ইসলাম।

২১। ওয়ার্ড নং – ২৩ঃ আহবায়ক শেখ আক্তার হোসেন (বীরু) ১ম যুগ্ম আহবায়ক মিজান আহমদ।

২২। ওয়ার্ড নং – ২৪ঃ আহবায়ক নাজিম উদ্দিন, ১ম যুগ্ম আহবায়ক জাকওয়ান হোসেন।

২৩। ওয়ার্ড নং – ২৫ঃ আহবায়ক মোঃ মেহেরাজ হোসেন রাজু, ১ম যুগ্ম আহবায়ক মোঃ মজনু মিয়া।

২৪। ওয়ার্ড নং – ২৬ঃ আহবায়ক বাবুল হোসেন, ১ম যুগ্ম আহবায়ক ফাহিম বক্ত শিপু।

২৫। ওয়ার্ড নং – ২৭ঃ আহবায়ক মোঃ মইন উদ্দিন, ১ম যুগ্ম আহবায়ক সিরাজ পান্না।

মানিকগঞ্জ জেলাঃ

০১। হরিরামপুর উপজেলাঃ আহবায়ক আব্দুল হাই শিকদার (পিয়ারা), সদস্য সচিব আবু সাদাত মোঃ শাহিন।

এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশ ক্রমে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মরহুম পারভেজ আলম বিপ্লব এর মৃত্যু জনিত কারণে শুন্য হওয়া বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদকের স্থানে এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন কে বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মণোনীত করেছেন।