জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু পাড়ায় হেফাজত নেতা মুমিনুল হকের প্রত্যক্ষ উস্কানীতে হেফাজতিদের হামলা-ভাংচুর-লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা হিন্দুপাড়ায় হামলাকারী-ভাংচুরকারী-লুটপাটকারী চিহ্নিত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।