সোনাপুর কারিগরি প্রশিক্ষণে সনদ বিতরণ ও আলোচনা সভা

আপডেট: মার্চ ১৬, ২০২২
0

বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জে সোনাপুর কারিগরি ট্রেনিং সেন্টারে ৩মাস মেয়াদি প্রশিক্ষণ কারীদের সনদ বিতরণ ও আলোচনা সভা আজ (১৫মার্চ) বুধবার সোনাপুর কারিগরী প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সোনাপুর গ্রামের প্রবিন আলেম মাওলানা মুজ্জাম্মিল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাপুর কারিগরি প্রশিক্ষণ সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাজি ফারুক আহমদ তালুকদার । কারিগরি শিক্ষায় পিচিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে (ডিজিটাল গাইড লাইন সেন্টার) আওতায়, সেলাই মেশিন, বেসিক কম্পিউটার, ইলেক্ট্রিক,ও ভুমি জরিপ এ ৩ মাস মেয়াদী এ প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়ে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সনদ পত্র ও অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রশিক্ষক মাজহারুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলায়ত করেন রাজু মিয়া, স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসার শিক্ষক আতাউর রহমান কাওছার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ বিলাল আহমদ,তিলাপাড়া হক্কানিয়া মাদরাসার মোহতামিম, মাওলানা হুসাইন আহমদ আওলাদ, স্থানীয় শালিসি ব্যাক্তি রেজাউল হক রাজত,কাজি নজরুল ইসলাম, কালিবাড়ী বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক, ক্বারি আং ছত্তার, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষার শিক্ষক, মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, সোনাপুর রুপাপুর দারুল উলুম মাদরাসার নীর্বাহি মোহতামিম,মাওলানা ওলিউর রহমান, সোনাপুর কারিগরি ট্রেনিং সেন্টারের ম্যানেজার খছরু মিয়া, শিক্ষিকা সানজিদা আক্তার, ও রিপা বেগম সহ প্রতিষ্ঠানের প্রশিক্ষক, শিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সনদ বিতরন শেষে চেয়ারম্যান ফারুক আহমদ তালুকদার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থী ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে খোজঁ খবর নেন। এবং প্রশিক্ষণ সর্ম্পকে তাদের মতামত জানেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজি ফারুক আহমদ তালুকদার জানান- প্রশিক্ষণার্থীরা যাতে দেশে ও বহি বিশ্বে দেশের মুখ উজ্জল করে, ও নিজেকে সভাল্মবি করে গড়ে তুলতে পারে তাই তাদের শতভাগ গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দিচ্ছে, সোনাপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।