স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলার ৮টি এবং নাটোর জেলার ৬ টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: মার্চ ১৮, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম,রাজশাহী বিভাগীয় সংগঠনিক টিম এবং জামালপুর ও নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে জামালপুর জেলার ৮টি ইউনিট এবং নাটোর জেলার ৬টি কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলার সভাপতি মো: সফিকুল ইসলাম খান সজিব ও সাধারণ সম্পাদক মোনোয়ারুল ইসলাম কর্নেল এবং নাটোর জেলার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি তাদের নিজ নিজ জেলার ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন। কমিটিসমূহ নিম্নে দেওয়া হলো :

জামালপুর জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ :
১.জামালপুর পৌর :
আহবায়ক : মো: শাহেদ আলী , সদস্য সচিব : সাখাওয়াত হোসেন টুটুল।যুগ্ম আহবায়ক -১.মো: ওমর ফারুক রিমন ২. মোহাম্মদ আলী ৩.মো: নজরুল ইসলাম ৪.মীর সেজনু ৫.কামরুল হাসান মিল্টন ৬.লেবু খান ৭.মিনাম আহম্মেদ শিহরন ৮ মো: মাহবুবুর রহমান আব্দুল্লাহ ৯.মাহবুবুর রহমান মানিক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.জামালপুর সদর উপজেলা (দক্ষিণ):
আহবায়ক : এম গোলাম মোস্তফা মুকুল, সদস্য সচিব : মো: কামরুল ইসলাম। যুগ্ম আহবায়ক -১.মো: আসফা-উদ-দৌলা পরাগ
২.মো:মোখলেছুর রহমান ৩.মো: ফারুক হোসেন ৪.মো:সোহেল রানা ৫.মো:লিটন ফকির ৬ মো: মমিনুর রহমান ৭ মো: আক্তারুজ্জামান ৮.মো:সুলতান মাহমুদ ৯ মো: ইকবাল মাষ্টার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.জামালপুর সদর উপজেলা (পূর্ব) :
আহবায়ক: আতিক ইবনে আশরাফ, সদস্য সচিব : মো: আরমান বাদশা।যুগ্ম আহবায়ক -১.হারুন ফকির ২.মো: রফিকুল ইসলাম ৩.ডা: রুহুল আমিন ৪.মো:নজরুল ইসলাম (নরুন্দী) ৫.মো: নজরুল ইসলাম বেলাল (ঘোড়াধাপ) ৬.মো:ফারুক আহম্মেদ খান ৭.মো:রফিকুল ইসলাম নিক্সন ৮.মো:শামীম খান ৯ মো: ওয়াসিম উদ্দিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.সরিষাবাড়ী উপজেলা :
আহবায়ক: অধ্যাপক এ.বিএম ছাইদুল হাসান শিপন, সদস্য সচিব: মো: বিকাশ চন্দ্র সাহা।যুগ্ম আহবায়ক-১.খোরশেদুল হক ২.ফকরুল কবির তালুকদার ৩.মামুন আল আসাদ ৪.জয়নুল আবেদিন খোকন ৫.আলমগীর হোসেন আলম ৬.নাজমুল হক নিয়ন ৭.মঞ্জুরুল ইসলাম মঞ্জু ৮.মুজেলুর রহমান বাবলু ৯ মো: সাইফদ্দিন তালুকদার বিপ্লব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.দেওয়ানগঞ্জ উপজেলা :
আহবায়ক: মো: জয়নাল আবেদীন, সদস্য সচিব : মাজেদুল ইসলাম বাদল। যুগ্ম আহবায়ক -১.রেজাউল করিম বাবলু ২.খন্দকার মাইনুল হক ৩.ফিরোজ হাসান ৪.মো:আফরুজ হোসেন ৫.জাহিদুল ইসলাম ৬.আ: আজিজ ৭.মো: শাজাহান কবির ৮.মধু মিয়া ৯. আল আমিন হোসেন সেলিম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬.দেওয়ানগঞ্জ পৌর :
আহবায়ক: মো:শাহিন মাহমুদ, সদস্য সচিব : মো:তৌফিকুল ইসলাম সুজন।যুগ্ম আহবায়ক-১.মো:লাল মিয়া ২.মোহাম্মদ আলী ৩.বাইজিদ মিয়া ৪.রনজু আহম্মেদ ৫.আল আমিন মিয়া সাজ্জাদ ৬.বিল্লাল খন্দকার ৭.মিন্টু মিয়া সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৭.মাদারগঞ্জ পৌর :
আহবায়ক: মো: আব্দুল্লাহ আল মামুন ,সদস্য সচিব : মো: বুরহান আহম্মেদ। যুগ্ম আহবায়ক-১.মো: মঞ্জুরুল ইসলাম তামসা ২.লুৎফর রহমান খান ৩.মো:রবিউল ইসলাম রানা ৪.মনোয়ার হোসেন অশ্রæ ৫.মো:হাফিজুর রহমান ৬.মো:সাজেদুল হক সোহান ৭.মো:নজরুল ইসলাম সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

৮.মেলান্দহ পৌর :
আহবায়ক: মো: মশিউর রহমান,সদস্য সচিব : মো: ফাহাদুজ্জামান নবীন। যুগ্ম আহবায়ক -১.লোকমান হোসেন ২.মো: বিল্লাল হোসেন বেলাল ৩.মোবারক আলী মাফু ৪.মো: ই¯্রাফিল ৫.মো:ফরহাদ হোসেন ৬ মো: জাহিদ হাসান ৭ মো: রুবেল সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

নাটোর জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ :
১.নাটোর সদর উপজেলা :
আহবায়ক-মো: আফরোজ তালুকদার, সদস্য সচিব: মো: মিজানুর রহমান। যুগ্ম আহবায়ক-১.মো: সালাহ উদ্দিন মাসুদ ২.মো:শফিকুল ইসলাম শফিক ৩.মো: শফিকুল ইসলাম শাহিন ৪.মো: আসলাম শেখ ৫.মো: আওলাদ হোসেন ৬. মো: আব্দুর রহমান ৭.মো: বেলাল খান সাদ্দাম ৮ মো: জাহিদুল ইসলাম ৯ মো: কাওছার আহম্মেদ রাজিব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২. নাটোর পৌর : আহবায়ক: মো: সাব্বিরুল ইসলাম , সদস্য সচিব: মো: আমানত উল্লাহ। যুগ্ম আহবায়ক-১.মো: মিরাজ খান ২ মো: কামাল হোসেন ৩ মো: আনোয়ার হোসেন মিঞা ৪ মো: জাহাঙ্গীর আলম ৫ মো: জাহাঙ্গীর আলম শান্ত ৬. মো: ফজলু হক ৭. মামুন হোসেন ৮. মো: উজ্জল হোসেন ৯. মো: সজীব হোসেন ১০. মো: আব্দুর রহমান

৩.গুরুদাসপুর পৌর :
আহবায়ক-মো: সালাহ উদ্দিন কাফি, সদস্য সচিব-মো: আ: আজিজ। যুগ্ম আহবায়ক-১.শ্রী:দেব্রæত কুমার ২.মো:ফয়জুল্লাহ ফকির ৩.মো: সেলিম সরদার ৪ মো:আরিফুল ইসলাম ৫.মো: আলমগীর হোসেন ৬ মো: রিয়াজ ৭ মো:জাকির শাহ ৮ মো: আব্দুল্লাহ শাহ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.গুরুদাসপুর উপজেলা :
আহবায়ক -মো: শামিম আহম্মেদ, সদস্য সচিব- মো: শিহাব উদ্দিন। যুগ্ম আহবায়ক-১.মো: শরিফুল ইসলাম শরিফ ২ মো:রাঙ্গা মোল্লা ৩. মো: সেলিম রেজা ৪.মো: সোহানুর রহমান সোহান ৫.মো: শাহিনুর রহমান রানা ৬.মো: আ: জলিল ৭ মো: সিরাজুল ইসলাম সিরাজ ৮ মো: হাবিবুর রহমান লিটন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৫.নলডাঙ্গা উপজেলা :
আহবায়ক-মো: উজ্জ্বল হোসেন, সদস্য সচিব-মো: আরিফ উদ্দিন। যুগ্ম আহবায়ক-১.মো: মনজুরুল ইসলাম সবুজ ২ মো: আজিম উদ্দিন ৩.মো: মিজানুর রহমান জসিম ৪.মো: ওয়ারেস আলী ৫. মো: জনি হোসেন ৬ মো: রফিক উদ্দিন ৭ মো: মাসুদ রানা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৬.নলডাঙ্গা পৌর :
আহবায়ক-মো: সাহাদত হোসেন, সদস্য সচিব-মো: কফিল আহমেদ। যুগ্ম আহবায়ক-১.মো: আনোয়ার হোসেন ২.মো: মুক্তার হোসেন ৩.মো: বাবু আহমেদ ৪.মো: লোকমান আলী ৫. মো: মোজাহার আলী ৬ মো: আব্দুর রউফ ৭ মো: জমসেদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীন্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।