স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলার অধীন ৪ টি ইউনিট কমিটি অনুমোদন

আপডেট: মে ২৭, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বগুড়া জেলার ৪ টি ইউনিট কমিটি অনুমোদন করা হয়েছে।

বগুড়া জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.বগুড়া সদর উপজেলা : আহবায়ক : মিজানুর রহমান মিজান, সদস্য সচিব : মো: রকিবুল ইসলাম শিপন । যুগ্ম আহবায়ক-১.মো: আতিকুর রহমান আতিক ২.ডা: মো: আল আমিন আকন্দ ৩.মো: মানিক হোসেন ৪.মো: রাশেদুল ইসলাম ৫. মো: আহসান হাবীব ৬.মো: আহসান হাবীব রিপু ৭. মো: মাইনুর হোসেন ৮. মো: আব্দুর রহমান সজল ৯.মো: ফরহাদ হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.বগুড়া শহর শাখা : আহবায়ক : মো: জামিনুর হাসান শাওন, সদস্য সচিব : মো: হোসেন আলী। যুগ্ম আহবায়ক-১.মো: রবিউল ইসলাম রতন ২.মো: আসিফ মাহমুদ ৩.আব্দুল্লাহ আল মামুন সরকার ৪.মো: সাঈদ সুলতান (সজীব) ৫.মো: আব্দুর রাহিম ৬. মো: নূর আলম ৭.মো:রাফছান জানি (আদন) ৮. মো: আলমগীর হোসেন তুহিন ৯. মো: সাজ্জাদুর রহমান পলাশ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.সোনাতলা উপজেলা : আহবায়ক : মো: আব্দুল ওয়াহাব (হক), সদস্য সচিব : মো: রাজু আহম্মেদ। যুগ্ম আহবায়ক-১.মো: মোনারুল মন্ডল ২. মোঃ মজনু ব্যাপারী সান্টু ৩.মো:আব্দুল বারী মিঠু ৪.মো: মানিক মিয়া ৫.মো: পলাশ মোল্লা ৬.মো: গোলাম জাকারিয়া কনক ৭. মোঃ আপেল মিয়া ৮.মো: মিলন বেপারী ৯.মো: খাজাবুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৪.সোনাতলা পৌর : আহবায়ক : মো: শফিকুল ইসলাম, সদস্য সচিব : মো: মিজানুর রহমান বাবু। যুগ্ম আহবায়ক-১.মো:মহিদুর রহমান মজনু ২.মো:আনিছুর রহমান ৩.মো: আহসান হাবিব রতন ৪. মো: আতাউল ইসলাম মিল্টন ৫.মো: তোহাদ্দেত হোসেন বাবলু ৬. মো: রনি শেখ ৭.মো: আলমগীর কবির কাজল সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।