মেঘনা নদীর হাইমচর ও হিজলা এলাকায় পৃথক দুটি অভিযানে দেশীয় অস্ত্রসহ ১৫ জন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা।
মেঘনা নদীর হাইমচর এলাকা এবং আজ ভোর রাত ৪টার সময় হিজলা সাহেবের চর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও দুইটি কাঠের নৌকাসহ ১৫ জন ডাকাত সদস্যকে আটক করে কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা।
অভিযান চলানাকালীন মেঘনা নদীর হাইমচর, হিজলা এবং সাহেবের চর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৫ জন ডাকাত সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করে ১টি রামদা, ৩ টি দা, ১টি বটি, ৯ টি মোবাইল ফোন ও ২টি ঘড়ি পাওয়া যায়।
আটককৃতরা হলো ১। বাগুন আলী (৩৫), ২। নাগর আলী(৩০), ৩। কাওসার(২৫), ৪। সবুজ(২৩), ৫। রাজিব (২৪), ৬। ফিরোজ(২৭), ৭। রাকিব(২৬), ৮। বাবুল(২৬), ৯। ইব্রাহিম(২৮), ১০। আহম্মদ (২৮), ১১। আলমগীর (২৬), ১২। ইউনুস(২৬), ১৩। জাহেদ(২৪), ১৪। শাহিন(২৫), ১৫। সাহেব আলী(২৫)।
আটককৃত ডাকাত সদস্য সবাই হিজলা, হাইম চর এবং সাহেবের চর এলাকার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত মালামাল রায়পুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।