মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম হামাস নেতা ইসমাইল হানিয়াহর হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টটি মেটা (সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের মূল কোম্পানি) মুছে ফেলে। শোক পোস্টটি পুনরুদ্ধার করে ক্ষমা চেয়েছে মেটা।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত সপ্তাহে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার সাথে সম্পর্কিত বিষয়বস্তু মুছে ফেলার জন্য ক্ষমা চেয়েছে মেটা।
মেটা মুখপাত্র রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন, আমরা একটি অপারেশনাল ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক থেকে একটি পোস্ট সরানো হয়েছিল।
এর আগে ইসমাইল হানিয়াহকে হত্যার ঘটনা চিহ্নিত করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট মুছে ফেলার পরে মেটা প্ল্যাটফর্মকে সমালোচনা করেন তিনি।
আনোয়ার ইব্রাহিমের অপসারিত পোস্টটি হামাসের একজন কর্মকর্তার সাথে তার ফোন কলের একটি রেকর্ডিং ছিল। এই রেকর্ডিংয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বুধবার তেহরানে হানিয়াহের মৃত্যুতে তার শোক প্রকাশ করেছিলেন।
আনোয়ার ইব্রাহিম ফেসবুকে বলেছেন, ‘এটির মাধ্যমে মেটাকে একটি পরিষ্কার ও দ্ব্যর্থহীন বার্তা দেয়া যায়, এই কাপুরুষতার প্রদর্শন বন্ধ করুন।’
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ফিলিস্তিনি একটি সোচ্চার সমর্থক। আনোয়ার মে মাসে কাতারে হানিয়াহের সাথে দেখা করেছিলেন। এ সময় তিনি হামাসের রাজনৈতিক নেতৃত্বের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে বলে জানান।
মেটা হামাসকে একটি ‘বিপজ্জনক সংস্থা’ হিসাবে বর্ণনা করে এবং এটির প্রশংসা করে যেকোনো প্রচার নিষিদ্ধ করেছে।
সূত্র : আল-জাজিরা