হায়ার স্টাডি অপর্চুনিটি এন্ড ক্যারিয়ার টিপস বিষয়ে নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২১
0

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস আশকোনায় ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার হায়ার স্টাডি অপরচুনিটি এন্ড ক্যারিয়ার টিপস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারে রাজধানীর বিভিন্ন কলেজের ৬০ জনের অধিক এইচএসসি পাশ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

দিনব্যাপী এই সেমিনারে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম (ডি), কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিরিয়ারিং বিভাগের প্রধান মো. রায়হান-উল-মাসুদ, বাংলা বিভাগের প্রধান ড. মো. রকিবুল হাসান, রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম, (অব.) বিএন, আমিরজান কলেজের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটির একাডেমিক উপদেষ্টা মো. জিল্লুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা বয়েজ এন্ড গার্লস কলেজের প্রিন্সিপাল আনোয়ারুল ইসলাম খান, এডিশনাল ডিরেক্টর মনোয়ারুল ইসলাম রিবেল, ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার এর সিইও মোহাম্মদ মারুফ ফিরোজ, টেক্সটাইল বিভাগের প্রধান মো. তানজিম হোসাইনসহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা ।

উচ্চশিক্ষায় কোথায়, কোন বিষয়ে পড়ালেখা করতে জীবন সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি এবং ক্যারিয়ার বিষয়ে নানা ধরণের টিপস দেয়া হয় সেমিনারে।