১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মরণে জাসদের বিভিন্ন কর্মসূচি পালিত

আপডেট: মার্চ ৭, ২০২১
0

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার লক্ষ্যে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলে সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণের আহ্বানসম্বলিত ঐতিহাসিক ভাষণের ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ রবিবার ঢাকায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটি ১৯৭১ সালের ৭ মার্চ দুপুর ২:৪৫ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শুরু করার ক্ষণটিকে স্মরণ করে আজ রবিবার দুপুর ২:৪৫ টায় সেই ঐতিহাসিক ঘটনাস্থল সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাসদ নেতা আনিসুজ্জামান জম, জাতীয় যুব জোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম, সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, সহ-সভাপতি মাসুদ আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, দফতর সম্পাদক ইমান আহমেদ ইমন, সহ-দফতর সম্পাদক ইমরান আলী, সদস্য হাসান আজিজ জনি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মারুফ বিল্লাহ প্রমূখ।

এছাড়াও জাসদ কেন্দ্রীয় কমিটি আজ রবিবার সকাল ৯:৩০ টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে। এ সময় উপস্থিত ছিলেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী, সহ-সভাপতি মাসুদ আহাম্মেদ, সহ-দফতর সম্পাদক ইমরান আলী, সদস্য হাসান আজিজ জনি, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মারুফ বিল্লাহ প্রমূখ।