১ জুলাই থেকে তুরস্ক লকডাউন প্রত্যাহার করবে — এরদোগান

আপডেট: জুন ২২, ২০২১
0

আগামী ১ জুলাই থেকে তুরস্কে করোনা ভাইরাস নিয়ন্ত্রনের জন্য ঘোষিত অবরোধ তুলে দিচেচ্ছ সরকার।
আর এ ঘোষনা দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান নিজেই গণমাধ্যমকে দিয়েছেন।
মন্ত্রিপরিষদের বৈঠকের পর মতবিনিময়কালে রাষ্ট্রপতি এরদোয়ান বলেছেন যে: “আমরা ১ জুলাই থেকে লকডাউন বিধিনিষেধ পুরোপুরি তুলে নেব। সংগীতে নিষেধাজ্ঞাগুলি সরিয়ে দেওয়া হবে। শহরগুলির মধ্যে ভ্রমণ সীমাবদ্ধতা এবং গণপরিবহণের উপরে বিধিনিষেধের অবসান হবে।”

তুরস্কে এখন পর্যন্ত প্রায় ২২ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। করোনায় দেশটিতে মারা গেছে ১৯ হাজার ১১৫ জন।

তুরস্কে প্রাথমিকভাবে চালানো পরীক্ষার ফলাফলে সিনোভ্যাকের টিকা প্রায় ৯১ শতাংশ কার্যকর বলে দেখা যায়। এরপরই দেশটি সিনোভ্যাকের টিকার ব্যবহার শুরু করবে বলে জানাল।খবরে বলা হয়, তুরস্ক প্রাথমিকভাবে সিনোভ্যাকের ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে। আগামী মাসে টিকাদান শুরু হলে সিনোভ্যাকের কাছ থেকে তুরস্কের আরও টিকা পাওয়ার কথা রয়েছে।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানান, সিনোভ্যাকের টিকার প্রথম চালান আগামী রোববার তুরস্কে পাঠানো হবে।তুরস্ক শুরুতে স্বাস্থ্যকর্মী ও সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে করোনার টিকা দেবে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার জন্য আঙ্কারা কয়েক দিনের মধ্যে ফাইজার-বায়েএনটেকের সঙ্গেও একটি চুক্তি করবে। ফাইজার-বায়েএনটেকের কাছ থেকে ৪৫ লাখ ডোজ টিকা পেতে এই চুক্তিটি করা হবে। পরে তাদের আরও টিকা কেনার সুযোগ থাকবে।