২৩ মার্চ ২০২২ থেকে দুইদিন ব্যাপী বিএনপি’র ‘মুক্তিযুদ্ধের বই মেলা ও চিত্র প্রদর্শনী’

আপডেট: মার্চ ২১, ২০২২
0
file photo

মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি’র বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মুক্তিযুদ্ধের বই মেলা, চিত্র প্রদর্শনী কমিটি’র উদ্যোগে আগামী ২৩ ও ২৪ মার্চ ২০২২ ঢাকায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে দুইদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বই মেলা, চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মেলা ও প্রদর্শনী প্রতিদিন বেলা ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
২৩ মার্চ সকাল ১০-৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে মেলা ও প্রদর্শনী উদ্বোধন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০-৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে (নীচতলা) অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব জনাব আবদুস সালাম। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান। সন্ধ্যা ৬-৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৪ মার্চ সকাল ১০-৩০ টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের স্বপ্ন-আকাঙ্খা ও বিএনপি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। আলোচক-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ঢাবি’র সাবেক শিক্ষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান।
২৪ মার্চ বেলা ৩ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। আলোচক-বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব জনাব আবদুস সালাম এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান। বিকেল ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘মুক্তিযুদ্ধের বই মেলা, চিত্র প্রদর্শনী কমিটি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব আমান উল্লাহ আমান এবং সদস্য সচিব ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুই দিনের সকল আয়োজনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে তাঁরা সকল দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও বার্তা সংস্থার সাংবাদিককে অনুষ্ঠান কাভারেজের জন্য অনুরোধ জানিয়েছেন।