অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের গাজীপুর জামায়াতের সহায়তা

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক সংসদসদস্য জননেতা মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী সবসময়ই অসহায় দুঃস্থ মানুষের পাশে ছিলো আছে এবং থাকবে।

মানুষের সেবা করার জন্যেই মহান আল্লাহ মুসলমানদের শ্রেষ্ঠ জাতি হিসেবে বাছাই করেছেন। অসহায় মানুষের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম হয়। গাজীপুর মহানগরের কাশিমপুরে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১২ টি পরিবারের সদস্যদের হাতে চাল ডাল তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও প্রত্যেক পরিবারকে নগদ তিন হাজার টাকা করে অর্থ সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহর সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মোঃ খায়রুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চল উত্তরের টিম সদস্য আবুল হাসেম খান, নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক জামালউদ্দিন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী, কাশিমপুর পশ্চিম থানা জামায়াতের আমীর মোঃ নেসার উদ্দিন মাসুদ, কাশিমপুর পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইদুর রহমান প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সরকার দায়িত্ব নিয়ে সেভাবে এগিয়ে আসেনি। জামায়াত বিভিন্ন প্রতিকূল পরিবেশের মাঝেও সীমিত সামর্থ্য নিয়ে অসহায় মানুষের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভাপতির বক্তব্যে নগর জামায়াতের আমীর অধ্যক্ষ এস এম সানাউল্লাহ সমৃদ্ধ গাজীপুর গড়তে একত্রে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।