অনতিবিলম্বে সংবাদমাধ্যম কর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে-ডিইউজের

আপডেট: এপ্রিল ১৯, ২০২২
0
Bfuj -duj

আগামী ২০ রমজানের মধ্যে সংবাদমাধ্যমে কর্মরত সর্বস্তরের কর্মীদের সকল বকেয়াসহ ঈদ বোনাস (উৎসবভাতা) পরিশোধের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম আজ মঙ্গলবার (১৯ এপ্রিল, ২০২২) এক যুক্ত বিবৃতিতে বলেন, টানা দুই বছরের করোনা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যে নাভিশ্বাসÑ তার থেকে মুক্ত নন গণমাধ্যমকর্মীরা। অনেক প্রতিষ্ঠানে বেতন বকেয়া থাকায় এবং অনিয়মিত বেতনের কারণে সেখানে কর্মরত সাংবাদিক ও অন্য কর্মীদের অবস্থা আরো শোচনীয়। এ অবস্থায় ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পেলে তাদের জন্য ঈদ কিছুটা হলেও আনন্দ ও স্বস্তিদায়ক হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস অনতিবিলম্বে পরিশোধ করবেন বলে বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন।