অসাধারণ নই

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২১
0

–শিউলী খান–

আমার সমস্ত সত্তা জুড়ে শুধু তুমি
তোমার সত্তা জুড়ে অন্য কারো বাস
আমার কষ্টের মাঝে সুখের কারণ তুমি
তোমার কষ্ট হাসে অন্যের সুখে
আমি চাইনি হতে অনন্যা,অসাধারণ
তোমার কাছে হয়তো তাই নগন্য
সুরের মুর্ছনায় খোঁজ প্রশান্তি
সুরের মাঝেই সে অনন্যা অসাধারণ।

মন পাখি আজ রক্তাক্ত লাল খুনে
ঠোঁটের কোণে মিষ্টি হাসি
কান্না যেন বাঁধছে জমাট,গোপনে
বোবা কান্নায় হচ্ছি নিঃশেষ।

মন পিয়াসী তবু ছুটে বেড়ায়
তোমার বুকে সুখের খোঁজে
বিরহের অনলে পুড়ছে হৃদয়
বিচ্ছেদের ভয়ে কাঁপে মন।

আমি ভয় করি আমাকে,বড্ড অভিমানী মন
হয়তো একদিন হারাবো দূর সীমান্তে
নিরজনে,অন্ধকার বলয়ে
তবু তুমি-ই মিশে রবে আমাতে।
–(নীল কাব্য)